স্বাস্থ্য

বিভিন্ন মেডিকেলের অধ্যক্ষ-উপাধ্যক্ষ হলেন যারা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

Advertisement

এছাড়া আরও পাঁচ মেডিকেলে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। একজন অধ্যক্ষ ও তিন উপাধ্যক্ষকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে বদলিও করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো:

Advertisement

উপাধ্যক্ষ হলেন যারা

ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মেডিকেলটির সহযোগী অধ্যাপক (জেনারেল ইএনটি, অটোলজি রাইনোলজি, হেডনেক সার্জারি) ডা. মো. জাহাংগীর আলম মজুমদার।

একই মেডিকেলের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. মো. আব্দুর রব নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রির অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ।

Advertisement

একই মেডিকেলের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শরীফুল ইসলাম ভুঞা নিয়োগ পেয়েছেন মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে।

ওএসডি হলেন যারা

একই প্রজ্ঞাপনে সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এহসানুল হক খান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. হাফিজুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৭ নভেম্বরের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১০ নভেম্বর পূর্বাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

এএএম/এমএইচআর/এমএস