বিনোদন

নতুন ছবিতে জুটিবদ্ধ জনি-পেনেলোপে

তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারের পেনেলোপে ক্রুজের। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে বিশ্ব চলচ্চিত্রে নিজের নামটি প্রতিষ্ঠিত করেছেন তিনি। সিনেমাপ্রেমীদের কাছে হয়ে উঠেছেন প্রিয় তারকা। বেশ লম্বা বিরতি শেষে আবারও তিনি অভিনয়ে ফিরছেন।

Advertisement

কাজ করতে যাচ্ছেন নতুন একটি চলচ্চিত্রে। এতে তিনি জুটি বাঁধবেন বিশ্বনন্দিত অভিনেতা জনি ডেপের সঙ্গে। জানা গেছে, একটি অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমায় একসঙ্গে হাজির হবেন তারা।

সিনেমাটির নাম ‘ডে ড্রিংকার’। এটি পরিচালনা করছেন মার্ক ওয়েব। ছবিতে এক ক্রুজ শিপ বারটেনডারকে দেখানো হয় যে বেশ রহস্যময়। সে নিয়মিতই কাস্টমারের সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে।

ছবিটি প্রযোজনা করছেন বাসিল ইয়ানিক এবং এরিকা লি। স্ক্রিপ্ট লিখেছেন জাচ ডিয়ান। তিনি ‘ফাস্ট এক্স’ সহ একাধিক জনপ্রিয় সিনেমার স্ক্রিপ্ট লেখক।

Advertisement

জানা গেছে জমজমাট কমার্শিয়াল সিনেমা হতে চলেছে এটি। থাকছে অপ্রত্যাশিত অনেক টুইস্ট ও মনে রাখার মতো গল্প।

প্রসঙ্গত, ডেপ এবং ক্রুজ এর আগে একসঙ্গে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এবং ‘ব্লো’ সহ একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন।

এলএ/এমএস

Advertisement