দেশজুড়ে

অস্ত্র নিয়ে টিকটক, গ্রেফতারের পর যুবদল নেতার পদ স্থগিত

নোয়াখালী সদরে অস্ত্রসহ যৌথবাহিনীর হাতে আটক যুবদলের এক নেতার পদ স্থগিত করা হয়েছে। আবুল কালাম ওরফে কালা (৩৮) নামের ওই নেতা ১৯ নম্বর মধ্যম চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

Advertisement

মঙ্গলবার (২৯ অক্টোবর) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী ও সদস্যসচিব ইসমাইল চৌধুরী হিরন সই করা এক চিঠিতে তার প্রাথমিক সদস্য পদ ও দলীয় পদবি স্থগিত করা হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কারণে ১৯ নম্বর মধ্যম চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম কালাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদবি স্থগিত করা হলো।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) ভোরে চার সহযোগীসহ কালাকে আটক করে যৌথবাহিনী। তারা হলেন একই ইউনিয়নের মেহরাজ (৪৬), লিটন (৩২), সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisement

সেনাবাহিনী সূত্র জানায়, অস্ত্র হাতে ভিডিও করে টিকটকে আপলোড দেন যুবদল নেতা আবুল কালাম কালা। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার এবং অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

জানতে চাইলে নোয়াখালী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী চিঠির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, কেউ অপরাধ করলে তার দায়ভার দল বহন করবে না। তদন্ত শেষে দোষী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

Advertisement