আইন-আদালত

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে গিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

Advertisement

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে তিনি সুপ্রিম কোর্টে যান। এরপর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ভলকার টুর্ক।

আরও পড়ুন

দুই দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার টুর্ক

দুদিনের সফরে সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাতে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

Advertisement

বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এই সফরে তিনি অন্যদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

সফরকালে তার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে দেখা করার কথা রয়েছে।

সফরের বিস্তারিত তুলে ধরতে বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করবেন টুর্ক।

Advertisement

এফএইচ/এমকেআর/এমএস