দেশজুড়ে

রাজশাহীতে জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ

রাজশাহীতে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে পরিচয় সংস্কৃতি সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানের উদ্বোধন করেন ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আলী রায়হানের বাবা মোসলেম উদ্দিন। এসময় আরেক শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হকও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, কথাশিল্পী ড. নাজিব ওয়াদুদ, অধ্যাপক ড. শিখা সরকার ও কবি সায়ীদ আবুবকর।

অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ড. আবু নোমান।

Advertisement

সভায় বক্তারা সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্যবাদকে মোকাবিলায় লেখালেখির গুরুত্ব তুলে ধরেন। বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য জুলাই বিপ্লবের চেতনায় আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পরে দ্রোহের কবিতা পাঠ করেন অংশগ্রহণকারীরা।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম