দেশজুড়ে

মুন্সিগঞ্জে ৬ জেলের এক মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জ সদরে মা ইলিশ রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করায় ছয় জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর ৬টার দিকে বাংলাবাজার ইউনিয়নের নমকান্দি ঘাটে অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়। এসময় জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্ট জাল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ। কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজনের বাড়িই মুন্সিগঞ্জে অপরজন লক্ষ্মীপুরের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ ধরার পর বিক্রির জন্য পাড়ে নেওয়া হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় টের পেয়ে একটি নৌকায় মাছ নিয়ে চলে যেতে পারলেও ছয়জন জেলেকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল পোড়ানো হয়েছে।

অভিযানে মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান, জেলা পুলিশ, নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

আরাফাত রায়হান সাকিব/এএইচ/জিকেএস