ঘূর্ণিঝড় দানার প্রভাবের পর সারাদেশে বৃষ্টি কমেছে। দেশের বিভিন্ন অঞ্চলে শীতও অনুভূত হচ্ছে। তবে দেশে এখনো কয়েকটি বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
Advertisement
সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এসময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দেশে দুদিন থেকে বৃষ্টিপাত নেই। তবে শীতের আগে এখনো কয়েকটি বিভাগে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। নভেম্বর থেকে হালকা বৃষ্টিও থাকবে না।
তিনি আরও জানান, আপাতত দুয়েকদিন দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ১ তারিখ থেকে রাতের তাপমাত্রা কমতে পারে।
Advertisement
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে। সর্বনিম্ন ২১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে।
আরএএস/এসএনআর/জেআইএম