জাতীয়

বিকেলে দুদকের সঙ্গে সংস্কার কমিশনের মতবিনিময়

দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আজ বিকেলে সংস্থাটিতে আসছে দুদক সংস্কার কমিশন।

Advertisement

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে দুদক সংস্কার কমিশন। সংস্কার কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুদককে আরও কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে কাজ শুরু করেছে দুদক সংস্কার কমিশন। এটি গঠিত হওয়ার পর থেকে ডিজিটাল প্লাটফর্মে বা সরাসরি নিয়মিত মতবিনিময় করছে দুদক কর্মকর্তাদের সঙ্গে।

আজ বৈঠকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে সংস্কার কমিশনের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Advertisement

আরও পড়ুন সাবেক ডিএমপি কমিশনার ফারুকের অবৈধ সম্পদের খোঁজে দুদক

দুদক সংস্কার কমিশনে সদস্য হিসেবে উপস্থিত থাকার রয়েছে, সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম, ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক মোস্তাক খান, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন এবং শিক্ষার্থী প্রতিনিধি।

এর আগে গত ৩ অক্টোবর দুদক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করেছে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনের প্রস্তুতকৃত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

এসএম/এসআইটি/জিকেএস

Advertisement