ক্যাম্পাস

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধের খবরে সানাই-ঢোল পিটিয়ে আনন্দ মিছিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সানাই বাজিয়ে ও ঢোল পিটিয়ে আনন্দ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

Advertisement

সোমবার (২৮ অক্টোবর) ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের খবরে রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দলে দলে শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। পরে আনন্দ মিছিলটি আবু সাঈদ চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলী বলেন, ছাত্র সংসদ হচ্ছে একটা সম্পূর্ণ অরাজনৈতিক প্লাটফর্ম, যেটাকে ধারণ করে জুলাই-আগস্ট আন্দোলনের স্পিরিট বহুগুণে বেগবান হয়েছে। ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের সকল অধিকার নিশ্চিত সচেষ্ট থাকবে। আমাদের দাবি ছিল লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেটি আজকে সিন্ডিকেটের মাধ্যমে অবসান ঘটেছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করে প্রশাসন।

Advertisement

এফএ/জেআইএম