জাতীয়

জেনেভা ক্যাম্পে গোলাগুলি: আহত কিশোরের হাসপাতালে মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গোলাগুলিতে আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ১৩ বছর বয়সী সাজ্জাদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

Advertisement

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে মারা যায় সাজ্জাদ। গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

গত ২৬ অক্টোবর জেনেভা ক্যাম্পের ৮ নম্বর ব্লকে মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষে সাজ্জাদ হোসেনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সাজ্জাদ হোসেনের বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়।

আরও পড়ুন জেনেভা ক্যাম্পে গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৩ একদিনে গ্রেফতার ৩৪, আইনের আওতায় আনা হবে অপরাধীদের আশ্রয়দাতাদেরও

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে জেনেভা ক্যাম্পের ভেতর হঠাৎ গোলাগুলি শুরু হয়, যা অন্যান্য দিনের চেয়ে ভয়ংকর রূপ নেয়। হঠাৎ গুলির শব্দে তাজমহল রোড, বাবর রোড ও হুমায়ন রোডের বাসিন্দারা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন।

Advertisement

গুলির শব্দে পুরো এলাকায় দোকানপাট বন্ধ ও যানচলাচল থমকে যায়। থেমে থেমে রাতেও গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভয়াবহ এ সংঘর্ষের পেছনে ক্যাম্পের শীর্ষ একাধিক মাদক কারবারি জড়িত। দীর্ঘদিন ধরে এ ধরনের সংঘর্ষ চললেও স্থানীয় থানা পুলিশের শক্ত কোনো পদক্ষেপ না থাকায় দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহত কিশোর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ৩৮০ নম্বর বাসার শমসের আলীর ছেলে।

কাজী আল-আমিন/কেএসআর/এএসএম

Advertisement