খেলাধুলা

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ বরখাস্ত

তাকে ছাঁটাই করার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে এরিক টেন হাগের ওপর ধৈর্য একদমই শেষ হয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেডের। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বরখাস্ত হলেন ডাচ এই কোচ।

Advertisement

২০২২ সালের এপ্রিলে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব নেন টেন হাগ। মাঠের পারফরম্যান্স উত্থান-পতন ছিল শুরু থেকেই। বারকয়েক চাকরি হারানোর অবস্থা হয়, আবার পারফরম্যান্স দিয়ে টিকে যান।

কোচের দায়িত্ব নেওয়ার সময় চুক্তি অনুযায়ী, এই মৌসুমের শেষ পর্যন্ত মেয়াদ ছিল টেন হাগের। কিন্তু গত মৌসুমে দলের পারফরম্যান্স মূল্যায়নের পর তার চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ায় ইউনাইটেড। সেই পর্যন্ত আর ধৈর্য ধরতে পারলো না দলটি।

চলতি মৌসুমে ৯ ম্যাচে ৩ জয় নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে নেমে গেছে ম্যানইউ। সবশেষ ওয়েস্টহ্যামের মাঠে হারের পর টেন হাগকে ছাঁটাইয়ের কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে ম্যানেজম্যান্ট।

Advertisement

অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন আরেক ডাচ টেন হাগেরই সহকারী এবং ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়।

এমএমআর/এএসএম