গুদামে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল ও ডাল মজুত করে রাখায় দুই ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ও লালবাগ থানা পুলিশ।
Advertisement
গ্রেফতার দুই ব্যবসায়ী হলেন- শাহ আলম ও আরিফ হোসেন। অন্য দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) রাত ৯টায় ঢাকার লালবাগ থানাধীন নবাবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
আইএসপিআর জানায়, অভিযানে একটি গুদামে অবৈধভাবে মজুত রাখা টিসিবির বিপুল পরিমাণ ভোজ্যতেল ও ডাল উদ্ধার করে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং লালবাগ থানা পুলিশ।
আইএসপিআর আরও জানায়, সেখানকার মোহাম্মদ শুকুর আলী আকন্দের গুদামে তল্লাশি চালিয়ে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়; যার মূল্য প্রায় তিন লাখ ২৯ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা এই কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।
টিটি/বিএ/এএসএম
Advertisement