ঐতিহাসিক ও সামাজিক নানান ঘটনা অবলম্বনে যাত্রাপালা নিয়ে ঢাকায় আসছে সাত দল। বিনামূল্যে এসব যাত্রা দেখার সুযোগ পাবেন দর্শক। আগামী ১ নভেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হচ্ছে ‘যাত্রা উৎসব ২০২৪’।
Advertisement
পয়লা নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় যাত্রা উৎসব-২০২৪ এর উদ্বোধন। এ দিন দেখানো হবে সুরুভী অপেরার ‘নিহত গোলাপ’। এর পালাকার আগন্তুক, নির্দেশক কবির খান। পরদিন একই সময়ে থাকবে নিউ শামীম নাট্য সংস্থার পালা ‘আনার কলি’। এর পালাকার প্রসাদ কৃষ্ণ ভট্টচার্য, নির্দেশক শামীম খন্দকার। ৩ নভেম্বর রোববার বঙ্গবাণী অপেরার ‘মেঘে ঢাকা তারা’, নির্দেশক মানস কুমার ও পালাকার রঞ্জন দেবনাথ।
উৎসবের তৃতীয় দিন সোমবার মঞ্চস্থ হবে নর-নারায়ণ অপেরার ‘লালন ফকির’, নির্দেশক ব্রোজেন কুমার বিশ্বাস ও পালাকার দেবন্দ্রনাথ। মঙ্গলবার বন্ধু অপেরার ‘আপন দুলাল’। এটি নির্দেশনা দিয়েছেন মনির হোসেন, পালাকার শামসুল হক। ৬ নভেম্বর বুধবার দেখা যাবে শারমিন অপেরার পালা ‘ফুলন দেবী’। এটি নির্দেশনা দিয়েছেন শেখ রফিকুল, পালাকার পুর্নেন্দু রায়। শেষ দিন বৃহস্পতিবার দেখা যাবে যাত্রাবন্ধু অপেরার ‘নবাব সিরাজউদ্দৌলা’। পালা নির্দেশক আবুল হাশেম ও পালাকার শ্রী শচীননাথ সেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক, নির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি যাত্রা শিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জাহির। যাত্রা উৎসব ব্যবস্থাপনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।
Advertisement
এমআই/আরএমডি/এএসএম