জাতীয়

কাঁচামরিচের দাম বেশি রাখায় জরিমানা গুনলেন দোকানি

চট্টগ্রামের মিরসরাইয়ে কাঁচামরিচের দাম বেশি নেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক দোকানিকে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বড়তাকিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নজরুল ইসলাম নামের এক দোকানিকে এ জরিমানা করা হয়।

Advertisement

এছাড়া বেশি দাম নেওয়ায় আরও এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বড়তাকিয়া বাজারে এক ব্যবসায়ীকে আড়ত থেকে ১২১ টাকায় কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে ১৬০ টাকা দরে বিক্রি করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দাম নেওয়ায় আরও এক ব্যবসায়ীকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Advertisement

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম