দেশজুড়ে

১৫০ কেজি ইলিশ জব্দ, চার জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকারের দায়ে চার জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

Advertisement

রোববার (২৭ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পায়রা নদীর পটুয়াখালী সদর উপজেলা ও মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের সদস্যরা যৌথ অভিযান চালান।

পটুয়াখালী সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান জানান, অভিযানে আনুমানিক ১৫০ কেজি মাছ উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে পাঁচ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে চারজনকে ১০ দিনের কারাদণ্ড ও একজন নাবালক হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে উদ্ধার হওয়া মাছ বিভিন্ন মাদরাসা-এতিমখানায় দেওয়া হয়।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, এই অভিযান ৩ নভেম্বর পর্যন্ত চলবে।

Advertisement

আব্দুস সালাম আরিফ/জেডএইচ/জেআইএম