আইন-আদালত

সাবেক আইজিপি মামুন-জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ কয়েকজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২০ নভেম্বর তাদের হাজির করতে বলা হয়েছে।

Advertisement

রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও জিয়াউল আহসান ছাড়া আর যাদের হাজির করতে বলা হয়েছে তারা হলেন- বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, পুলিশ কর্মকর্তা আরাফাত হোসেন, আবুল হাসান ও মাজহারুল ইসলাম। তারা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে হাজতে আছেন।

তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছিল এবং আদালত তা মঞ্জুর করেন। তাদের ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।

Advertisement

এফএইচ/ইএ/জেআইএম