রাজধানী যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসপাতালের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীসহ রিকশাচালক নিহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অজ্ঞাতপরিচয় রিকশাচালক (৪৫) ও যাত্রী দিদার এলাহী (৩৪)।
Advertisement
ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসপাতালের সামনে থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দদের বরাত দিয়ে এসআই আরও বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যান শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
Advertisement
নিহত রিকশা আরোহী গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার কায়িকা এলাকার ওয়াদুদ প্রামাণিকের সন্তান। বর্তমানে মাতুয়াইল রোড এলাকায় থাকতেন। রিকশাচালকের নাম-ঠিকানা জানা যায়নি; বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম