তথ্যপ্রযুক্তি

কম আলোতেও হোয়াটসঅ্যাপের ভিডিও কল হবে ঝকঝকে

হোয়াটসঅ্যাপে সারাক্ষণ চ্যাট, অডিও কিংবা ভিডিও কলে যুক্ত থাকছেন। প্ল্যাটফর্মে অডিও, ভিডিও কল খুবই সহজ এবং স্বাচ্ছন্দ্যময়। তাই তো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের ভিডিও কলগুলো যেন আরও ভালো হয় সেই ফিচারই আনছে।

Advertisement

ভিডিও কলে নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ইউজাররা এখন ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারছেন। নতুন আসছে ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ‘লো লাইট মোড’। কম আলোয় ভিডিও কল করলেও এই ফিচারের সাহায্যে ভিডিওর গুনগত মান বজায় রাখা যাবে। এটাই এর বিশেষত্ব।

এই ফিচার পরীক্ষা করে দেখা গিয়েছে, লো লাইট মোড অন করলেই ফ্রেমের সামগ্রিক ব্রাইটনেস বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউজারের মুখে অতিরিক্ত আলো এসে পড়ে। কম আলোর ভিডিও ফিডে যে গ্রেইন বা দানাদার ভাবের কারণে ভিডিওর গুণমান নষ্ট হয়, সেটাকে কমিয়ে দেয়।

আরও পড়ুনআপনার সব পছন্দ-অপছন্দের খবর রাখবে হোয়াটসঅ্যাপ এআই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ‘লো লাইট মোড’ ফিচার অন করা খুব সহজ। দেখে নিন কীভাবে করবেন-

>> প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। >> এবার যে কোনো বন্ধু বা আত্মীয়স্বজন যে কাউকে ভিডিও কল করতে পারেন। >> ভিডিও কল করার পর ফিডকে ফুল স্ক্রিনে নিয়ে যেতে হবে। >> এই পর্যায়ে স্ক্রিনের উপরের ডানদিকের কোণে ‘বাল্ব’ লোগো দেখা যাবে। >> এতে ট্যাপ করলেই লো লাইট মোড চালু হয়ে যাবে। >> আবার ওই বাটন প্রেস করেই লো লাইট মোড করতে পারবেন ইউজার।

Advertisement

লো লাইট মোড একবার অন করলেই সব ভিডিও কলেই যে এই ফিচার চালু থাকবে তা নয়। প্রতিটা ভিডিও কলে এই ফিচার আলাদাভাবে অন করতে হবে। স্থায়ীভাবে চালু রাখার বিকল্প এখনো পর্যন্ত আসেনি। এছাড়া উইন্ডোজের হোয়াটসঅ্যাপ অ্যাপে লো লাইট মোড ফিচার পাবেন না।

আরও পড়ুনম্যাক ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচারইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার পাবেন হোয়াটসঅ্যাপে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

Advertisement