সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত চম্পা খাতুন (২২) মারা গেছেন। রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Advertisement
নিহত চম্পার বোন শম্পা বলেন, আমার বোন আশুলিয়ার নরসিংহপুর এলাকার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের সেলাইমেশিন অপারেটর হিসেবে কাজ করতো। চার মাস ধরে তাদের বেতন হয় না। বকেয়া বেতনের দাবিতে গত ২৩ অক্টোবর আন্দোলন করতে গেলে পুলিশ গুলি করে। তার পেটে ও বাম হাতে গুলি লাগে।
তিনি আরও বলেন, প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে ঢামেক মেডিকেলে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার আজ মৃত্যু হয়।
আরও পড়ুনআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৪শম্পা জানান, তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার আহম্মদপুর গ্রামে। বাবার নাম চান্দু মিয়া। সাভারের আশুলিয়ায় ভাড়া থাকতেন তারা।
Advertisement
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/জেআইএম