খেলাধুলা

মুম্বাইকে ১৭৮ রানের লক্ষ্য দিল হায়দারাবাদ

নিজেদের নবম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৭৭ রানের বিশাল সংগ্রহ পেয়েছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ে পাঠান সানরাইজার্স হায়দারাবাদকে। কিন্তু বলার মত তেমন কোন সুবিধাজনক ব্রেকথ্রু এনে দিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার এবং শেখর ধাওয়ানের ৮৫ রানের জুটির সুবাদে বড় সংগ্রহ করার ভিত পায় হায়দারাবাদ। হাফ সেঞ্চুরি থেকে দুই রান দূরে থাকতে ডেভিড ওয়ার্নার আউট হলে কেন উইলিয়ামসনও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক। তৃতীয় উইকেটে যুবরাজ সিং এবং শেখর ধাওয়ানের ৮৫ রানের জুটিই মূলত সানরাইজার্স হায়দারাবাদকে দেড়শোর কোটা পার করায়।  যুবরাজ সিং শেষ ওভারে ৩৯ রান করে আউট হলেও অন্য প্রান্তে ৮২ রানে অপরাজিত থাকেন শেখর ধাওয়ান। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় সানরাইজার্স হায়দারাবাদ। মুম্বাইর হয়ে হরভজন সিং ২৯ রানে দুই উইকেট নেন। আরআর/এমআর/পিআর

Advertisement