খেলাধুলা

সহ-সভাপতির চার পদ নিয়েই যা কিছু আলোচনা

সব আয়োজন শেষ। রাত পোহালে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সভা ও নির্বাচন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত হবে বার্ষিক সাধারণ সভা এবং ২টা থেকে ৬টা পর্যন্ত হবে ভোট।

Advertisement

এবারের নির্বাচনে শীর্ষ দুই পদ সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদ নিয়ে আলোচনা নেই। সভাপতি পদে তাবিথ আউয়ালের প্রতিদ্বন্দ্বী একজন আছেন নামকাওয়াস্তে। তিনি দিনাজপুরের এ এফ এম মিজানুর রহমান।

সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী ইমরুল হাসান।

চারটি সহ-সভাপতি পদ নিয়েই যা কিছু আলোচনা। ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ পদের জন্য। তারা হলেন- ওয়াহিদ উদ্দিন চৌধুরী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, নাসির শাহরিয়ার জাহেদী, সাব্বির আহমেদ আরেফ, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক।

Advertisement

১৫টি সদস্য পদের জন্যও জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

আরআই/এমএইচ/এএসএম