পুনে টেস্টে চালকের আসনে বসেছে নিউজিল্যান্ড। ভারতকে নাকানিচুবানি খাওয়াচ্ছে কিউইরা। প্রথম ইনিংসে ২৫৯ রান করে ভারতকে মাত্র ১৫৬ রানে অলআউট করে দিয়েছে সফরকারীরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। এতেই ভারতের সামনে দাঁড়িয়েছে ৩০১ রানের বড় লিড।
Advertisement
উইকেটে আছেন টম ব্লান্ডেল (৩০ রান) ও গ্লেন ফিলিপস (৯ রান)।
তৃতীয় দিনে লিড আরও বাড়িয়ে নেবে নিউজিল্যান্ড। ফলে ভারতের উপর চাপ বাড়তে থাকবে। প্রথম ইনিংসে যেখানে ভারত মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে গেছে, সেখানে নিউজিল্যান্ড যদি ৪০০ রানের কাছাকাছি লিড নেয়, তাহলে হারের শঙ্কায় পড়বে ভারত। এই ম্যাচ হেরে গেলে সিরিজও খোয়াবে স্বাগতিকরা।
আজ শুক্রবার ১ উইকেটে ১৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। এরপর মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে প্রথম ইনিংসে মধ্যাহ্নবিরতির কিছুক্ষণ পরই মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। একাই ৭ উইকেট নেন নিউজিল্যান্ডের স্পিনার স্যান্টনার।
Advertisement
ভারতের হয়ে সর্বোচ্চ ৪৬ বলে ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। ৩০ রান করে নেন ওপেনার যসস্বি জয়সওয়াল ও শুভমান গিল। বাকিদের কেউ ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি।
১০৩ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ১৩৩ বলে ৮৬ রান করেন অধিনায়ক টম লাথাম। ২৮ বলে ২৩ রান করেন উইল ইয়ং। ২৩ বলে ১৮ রান নেন ড্যারিল মিচেল।
ভারতের হয়ে ৫৬ রান খরচায় একাই ৪ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
এমএইচ/এএসএম
Advertisement