জাতীয়

ঢাকায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের ভোগান্তি

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে আসার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা মধ্যরাতে ভোগান্তিতে পড়েছেন।

Advertisement

ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে আসার সময় রাত ১২টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনায় পড়ে। যদিও শিডিউল অনুযায়ী ট্রেনটির ২৪ অক্টোবর রাত সাড়ে ১১টায় ছেড়ে আসার কথা ছিল। দুর্ঘটনার বিষয়ে মধ্যরাতে বাংলাদেশ রেলেওয়ে সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির মতো বগি লাইনচ্যুত হয়। এতে লাইনের পাত ভেঙে গেছে। এছাড়া ট্রেনের কয়েকটি চাকা নিচে খুলে যায়। ট্রেনের গতি কম ছিল।এই ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে দুর্ঘটনার কারণে ট্রেন নির্ধারিত সময়ে না পৌঁছায় বিভিন্ন স্টেশন থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। রেলের যাত্রীদের বি ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের খোঁজ করছেন। সেখানে সাজিদ ইসলাম নামের একজন যাত্রী মন্তব্য করেছেন, ‘ট্রেন ঠিক হয়ে আসতে কতক্ষণ লাগবে। আমি বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছি।’

Advertisement

সোহান চৌধুরী নামের আরেকজন লিখেছেন, ‘পঞ্চগড়গামী ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস কমলাপুর ছেড়ে আসার সময় লাইনচ্যুত। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।’

এনএস/জেএইচ