ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩ নভেম্বর সকাল ১০টায় তাকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। তলবি নোটিশটি তাপসের বনানীর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।
দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামের সই করা ওই তলবি নোটিশে বলা হয়, ‘সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগের বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই বলে গণ্য হবে।’
আরও পড়ুন
Advertisement
২০২০ সালের ১৬ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সম্প্রতি তাপসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।
তার বিরুদ্ধে টেন্ডার, ইজারা, নিয়োগ, দোকান বরাদ্দসহ অসংখ্য অভিযোগ আনা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দুই দিন আগে গোপনে দেশ ছাড়েন তিনি। বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এসএম/কেএসআর/এমএস
Advertisement