দুই দিন পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। সিনিয়র সহ-সভাপতি বাদে বাকি সব পদেই ভোট হচ্ছে। সভাপতি পদে তাবিথ আউয়ালের প্রতিদ্বন্দ্বী থাকলেও তিনি কোনো আলোচনায়ই নেই।
Advertisement
সহ-সভাপতি ও সদস্য পদের প্রার্থীদের অনেকেই বিভিন্ন মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব প্রার্থীদের নির্বাচনী স্টিকারে।
প্রচারণা চালাতে গিয়ে প্রার্থীদের কেউ কেউ বাফুফের লোগো ব্যবহার করছেন। কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য বাফুফের লোগো ব্যবহার করতে পারেন না। এই বিষয়ে প্রার্থীদের সতর্ক করেছে বাফুফে। প্রার্থীদের লোগো ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
আরআই/এমএইচ/এএসএম
Advertisement