হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বুধবার (২৩ অক্টোবর) বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
Advertisement
এতে চলতি বছরের ২৫ আগস্টে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বরের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ সময়ের মধ্যে একই সঙ্গে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করা যাবে।
আরও পড়ুন> সোয়া ৫ লাখ টাকার মধ্যে হজ প্যাকেজ করতে চায় সরকারআগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
Advertisement
আরএমএম/এসআইটি/এএসএম