উয়েফা চ্যাম্পিয়্ন্স লিগে রাফিনহার হ্যাটট্রিকে বার্সেলোনায় উড়ে গেছে বায়ার্ন মিউনিখ। সফরকারী বায়ার্নকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা।
Advertisement
বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে বায়ার্নের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছে বার্সা। জার্মান ক্লাবটির বিপক্ষে প্রায় ৯ বছরের হারের বৃত্ত থেকে বের হলো স্প্যানিশ লা লিগার ক্লাবটি।
এর আগে বায়ার্নের কাছে টানা ৬ ম্যাচে হেরে যাওয়া বার্সা মোট ২২ গোল হজম করেছিল। অন্যদিকে দিতে পেরেছে মাত্র ৪টি। এর মধ্যে চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সাকে লজ্জায় ফেলেছিল বায়ার্ন। লিসবনে ওই ম্যাচে কাতালানদের ৮-২ গোলে হারিয়েছিল জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।
বুধবার বার্সাকে দুর্দান্ত শুরু এনে দেন রাফিনহা। ম্যাচ শুরু হতেই গোল করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মিডফিল্ডার ফারমিন লোপেজের দারুণ পাস থেকে গোল করেন রাফিনহা।
Advertisement
শুরুতেই পিছিয়ে পড়লেও ভেঙে পড়েনি বায়ার্ন। অতিথি দলটি ভালোই খেলছিল বার্সার মাঠে। ১৮ মিনিটে হ্যারি কেইনের গোলে সমতায়ও ফেরে বায়ার্ন। তবে শেষ পর্যন্ত আর মনোবল ধরে রাখা সম্ভব হয়নি। বার্সার কাছে বিধ্বংস্ত হতে হয় জার্মান ক্লাবটিকে।
৩৬ মিনিটে বার্সাকে ২-১ গোলে এগিয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি। এরপর ৪৫ ও ৫৬ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনহা। এতে বার্সা এগিয়ে যায় ৪-১ গোলে। আর কোনো গোল করতে পারেনি বায়ার্ন।
চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে এটি বার্সার দ্বিতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে বার্সা। অন্যদিকে সমান ম্যাচে ২ হারে টেবিলের ২৩তম অবস্থানে আছে বায়ার্ন।
এমএইচ/এএসএম
Advertisement