গত বছর বিপিএলে বরিশালের হয়ে খেলতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজ। সেই দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল।
Advertisement
এবার তাই ঢাকায় পা রেখেই তামিমকে ফোন করেছিলেন প্রোটিয়াদের এক নম্বর স্পিনার। নাহ! সৌজন্য বা কুশল বিনিময় নয়, কেশব মহারাজ তামিমের সাথে ফোনে যোগাযোগ করেছিলেন ভিন্ন কারণে।
শেরে বাংলার পিচের চরিত্র সম্পর্কে জানতে এবং এই পিচে একজন স্পিনার হিসেবে করণীয় কী? সে সম্পর্কে তামিম ইকবালের পরামর্শ নিতেই যোগাযোগ করেছিলেন কেশব মহারাজ।
আজ বুধবার তৃতীয় দিনের খেলা শেষে মিডিয়ার সামনে কথা বলতে এসে সে তথ্যই দিলেন প্রোটিয়া এই স্পিনার নিজে। এক সাংবাদিক তার কাছে তামিমকে ফোন করার কথা জানতে চাইলে কেশব মহারাজ বলেন, ‘আমি গত বছর বিপিএলে ফরচুন বরিশালে খেলতে এসেছিলাম। সে সূত্রে তামিম ভাইয়ের সাথে একটা সুসম্পর্কও আছে।’
Advertisement
‘আমি ঢাকা এসে তামিম ভাইকে একটা মেসেজ দিয়েছিলাম। আমি শেরে বাংলার উইকেটের স্বভাব, চরিত্রের আালোকে তামিম ভাইয়ের পরামর্শ চেয়েছি। তিনিও আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। উইকেট কেমন ব্যবহার করতে পারে, কন্ডিশন কেমন থাকতে পারে, তাতে করণীয় কী? তাও বলে দিয়েছেন। আমার এ ক’দিনে মনে হলো তামিম ভাই ঠিকই বলেছিলেন।’ বলার অপেক্ষা রাখে না, ‘দুই ফাস্ট বোলার কাগিসো রাবাদা এবং উইয়ান মুলদারের ধারালো পেস আক্রমণের মাঝেও বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ ঠিকই সমীহ আদায় করে নিয়েছেন। প্রথম ইনিংসে তিন উইকেট পাওয়া কেশব মহারাজের ঝুলিতে দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট জমা পড়েছে এরই মধ্যে।
এআরবি/ আইএইচএস