সোশ্যাল মিডিয়া

রয়্যাল এনফিল্ড নিয়ে নেটদুনিয়ায় হইচই

মোটরসাইকেলের সিসি লিমিট বাড়ানোর ফলে নতুন নতুন কোম্পানি বাংলাদেশের বাজারে প্রবেশ করছে। এরই মধ্যে বাইকপ্রেমীদের বহুল আকাঙ্ক্ষিত রয়্যাল এনফিল্ড বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। ২১ অক্টোবর এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজধানীর তেজগাঁও এলাকায় প্রথম ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।

Advertisement

ফলে উন্মাদনা শুরু হয়েছে দেশি বাইকারদের মধ্যে। সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হইচই পড়ে গেছে রয়্যাল এনফিল্ড ঘিরে। নানা রকম মুখরোচক কথায় ভরে উঠছে টাইমলাইন। হাস্যরসেরও কমতি নেই তাতে।

মাহতাব হোসাইন লিখেছেন, ‘ভারতীয় পণ্য বয়কট করেছি। তাই রয়্যাল এনফিল্ড কিনবো না।’

সানাউল হক সানি লিখেছেন, ‘গরিব এবং মিসকিনদের জন্য ২০টি রয়্যাল এনফিল্ড গিফট করার মনস্থির করেছি। যারা যারা নিতে চান, যোগাযোগ করেন।’

Advertisement

আরও পড়ুন দেশের জনসংখ্যা কি সত্যিই ৪০ কোটি? বিয়েবাড়িতে যে ঘটনাগুলো ঘটবেই

মোজাম্মেল হক মজা করে লিখেছেন, ‘অনেক অপেক্ষার পর রয়্যাল এনফিল্ড এর ৩৫০সিসি মোটরসাইকেল এখন বাংলাদেশে।’

অন্য ব্র্যান্ডের একটি মোটরসাইকেলের ছবি পোস্ট করে আহমদ উসমান লিখেছেন, ‘আমার রয়্যাল এনফিল্ড এক লিটারে ৬০ কিলোমিটার।’

‘দেশি বাইকার’ পেজে ফখরুল ইসলাম আইডি থেকে লেখা হয়েছে, ‘আমরা ৩ লাখের মানের বাইক ৬ লাখ টাকা দিয়ে কেনা জাতি। আমাদের ২ লিটার ইঞ্জিন অয়েলের ডর দেখাইয়া লাভ আছে?’

এসইউ/এএসএম

Advertisement