বিনোদন

রবীন্দ্রনাথের এবারের নায়িকারা

সময়ের সাথে বদলে যাওয়াই প্রকৃতির স্বভাব। যা চিরকাল একইরকম থাকে তাই শ্বাশত, চির নুতন আর চির আধুনিক। তেমনি আমাদের রবীন্দ্রনাথ। অনেকটা পথ পাড়ি দিয়ে সভ্যতা আর আধুনিকতকার চরমে পৌঁছেও এতটুকু আবেদন কমেনি ঠাকুর বাড়ির ছেলে রবীন্দ্রনাথের।বরং বলা চলে সময়ের সাথে সাথে কবিগুরু যেন আরো বেশি প্রয়োজনীয় হয়েছেন, প্রাসঙ্গিক হয়েছেন, আধুনিক হয়েছেন। আর সেটা বেশি করে চোখে পড়ে কবির জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সর্বত্র আয়োজনের ব্যস্ততা দেখে।বাহারি এইসব আয়োজনের অন্যতম টিভি নাটক। নির্মাতাদের কেউ কেউ কবির গল্প থেকে অনুপ্রাণীত হন, কেউ আবার কবিতা থেকে, কেউ বা কবিতার নাম বা চরিত্র থেকেও অনুপ্রাণীত হন। এই নির্মাণের মধ্যমনি হয়ে থাকেন নারী চরিত্ররা। তার কারণ, কবিগুরুর সৃষ্টিতে তার সমসাময়িক অবহেলিত নারীরা প্রাধান্য পেয়েছেন অন্ধকারের আলোর বাতিঘর হিসেবে। ধারাবাহিকতায় কবির ১৫৫তম জন্মদিনে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে দেখা যাবে বেশ ক’জন নির্মাতার নাটক-টেলিছবি। সেইসব নির্মাণগুলোতে এবার পুরনো মুখগুলোর পাশাপাশি হাজির হচ্ছেন কিছু নতুন মুখও। যেমন প্রথমবারের মতো রবীন্দ্রনাথের নারী চরিত্রে দেখা যাবে সময়ের আলোচিত অভিনেত্রী সাবিলা নূরকে। শহুরে অভিনেত্রী হিসেবে অনেকেই সাবিলাকে গ্রামীন বা ক্ল্যাসিক চরিত্রে ভাবতে চান না। তার মুখাবয়ব, তার কথা বলার ধরন, তার অঙ্গভঙ্গিকেই এজন্য দায়ী করা করা হয়। কিন্তু নির্মাতা শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস সেই ধারণাকে ভুল করে দিয়ে সাবিলাকে হাজির করেছেন রবি ঠাকুরের প্রিয় চরিত্র দস্যি মেয়ে ‘মৃন্ময়ী’ রুপে। তার বিপরীতে নাটকটিতে থাকছেন সজল।রবি ঠাকুরের নায়িকা হয়ে প্রথমবারের মতো পর্দায় আসছেন লাক্স সুন্দরী প্রসূন আজাদ। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নির্মিত ‘জীবিত ও মৃত’ নাটকে তাকে কাদম্বিনী চরিত্রে দেখা যাবে। নাটকটি পরিচালনা করেছেন তুহিন আহমেদ। কবিগুরুর জন্মদিন উপলক্ষে আজ রোববার, ৮ মে মাছরাঙা টিভিতে প্রচার হবে এটি।পাশাপাশি দীর্ঘদিন পর রবীন্দ্রনাথের নাটকে ফিরলেন অভিনেত্রী দীপা খন্দকার। এবার তিনি এক অবাধ্য প্রেমিকা। সংসারভুলে দেবরের প্রেমে ডুবে মরছেন। এ নিয়ে গর্ভের সন্তানও প্রশ্নবিদ্ধ হয় তার। তবু কি বিনোদিনীর প্রেম বাধা মানে? রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুত্রযজ্ঞ’ গল্প অবলম্বনে নির্মিত নাটকে অভিনয় করছেন তিনি। নাটকটি নির্মাণ করেছেন নাহিদ আহমেদ পিয়াল। এটি দেশ টিভিতে প্রচার হবে আজ রোববার, ৮ মে রাত ৭টা ৪৫ মিনিটে।আজকের আয়োজনে কবিগুরুর নায়িকা হিসেবে দেখা যাবে মৌটুসীকেও। তিনি অভিনয় করেছেন ‘বোষ্টমী’তে। সজলের বিপরীতে মৌটুসীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন কাওনাইন সৌরভ। এটি প্রচার হবে আজ রোববার, বাংলাভিশনে।   মৌটুসী যখন রবীন্দ্রনাথের বোষ্টমী। তখন কল্যানী চরিত্রে হাজির হচ্ছেন মম। রবিঠাকুরের ‘অপরিচিতা’ গল্প অবলম্বনে নাটকটি পুনারায় নির্মাণ করেছেন সুমন আনোয়ার। গতবছর তার কল্যানী ছিলেন বিদ্যা সিনহা মীম। কেমন সেই কল্যানী? ভালো পাত্রের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু ঘটনাক্রমে ভেঙে যায় দু’জনের সংসার। অথচ একজন আরেকজনকে কিছুতেই ভুলতে পারেনা। যার কিছুটা আঁচ মিললো রবিঠাকুরের ‘অপরিচিতা’ গল্পে। আরটিভিতে আজ রোববার, ৮ মে রাত ৮ টা ২০ মিনিটে প্রচার হবে এটি।  এছাড়াও রবীন্দ্রনাথের গল্প ‘অস্পষ্ট’ অবলম্বনে আরেকটি নাটকে অভিনয় করেছেন মম। তার সঙ্গে আরেকটি প্যারালার চরিত্রে থাকছেন রিমি করিম। লেখকের উপন্যাসের নায়িকা রিমি লেখককে বাস্তবে নেমে আসেন। মমর প্রতি লেখকের অবচেতন প্রেমকে প্ররোচিত করছেন গোপনে। এমন গল্পেই একজন বাস্তব আরেকজ কল্পনার নায়িকা হয়ে ধরা দিলেন মম ও রিমি। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এটিএন বাংলায় রাত আটটা ৪৫ মিনিটে এটি আজ রোববার প্রচার হবে।রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এনটিভিতে আগামী রোববার, ৮ মে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হতে যাচ্ছে বিশেষ নাটক ‘হঠাৎ দ্যাখা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দ্যাখা’ কবিতাটির অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এখানে কিরণের চরিত্রে অভিনয় করেছেন তিশা। রবীন্দ্রনাথের নায়িকা হিসেবে এই অভিনেত্রীর অভিনয় প্রশংসিত হয়েছে বহুবার।রবীন্দ্রনাথের গল্পে কাজ করতে বরাবরই উৎসাহী জ্যোতিকা জ্যোতি। সেই ধারাবাহিকতায় কবিগুরুকে নিয়ে বিশেষ আয়োজনগুলোতে নিয়মিতই হাজির থাকেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হলো না। জ্যোতি ছিলেন কবির ‘মঞ্জুলিকা’ হয়ে। রবি ঠাকুরের কবিতা ‘নিস্কৃতি’ অবলম্বনে এটি নির্মাণ করেছেন নির্মাতা নরেশ ভুঁইয়া। গেল শুক্রবার চ্যানেল আইতে প্রচারিত হয়ে গেলো নাটকটি।এলএ/আরআইপি

Advertisement