দেশজুড়ে

পটুয়াখালীতে ৮২৯ সাইক্লোন শেল্টার প্রস্তুত

ঘূর্ণিঝড় ‘দানা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে এ সভা হয়।

Advertisement

সভায় জানানো হয়, জেলায় মোট ৮২৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এতে ৪ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া নগদ জিআর ১৩ লাখ ৩৭ হাজার ৫শ, জিআর চাল ৮০০ মেট্রিক টন, গোখাদ্য ৫ লাখ এবং শিশু খাদ্যের জন ৫ লক্ষ টাকা মজুত রয়েছে। এছাড়া এক হাজার প্যাকেট শুকনা খাবার, ৫ লাখ পিস পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, বাঁধা মেরামতের জরুরি প্রয়োজনে ১৩ হাজার পিস জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।

পাশাপাশি ঘূর্ণিঝড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ৮৭৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

আব্দুস সালাম আরিফ/জেডএইচ/জেআইএম