জাতীয়

মাসুদ আহমেদের পরিবর্তে সদস্য আতাউল হাকিম

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের সদস্য মাসুদ আহমেদের পরিবর্তে সাবেক মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন সদস্য পরিবর্তন করে মঙ্গলবার (২২ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Advertisement

গত ৩ অক্টোবর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে প্রধান করে আট সদস্যের দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন গঠন করে সরকার।

আরও পড়ুননাগরিকদের মতামত চাইলো দুদক সংস্কার কমিশন

একজন সদস্য পরিবর্তনের প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিদ্যমান দুর্নীতি দমন কমিশনকে কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন নামে কমিশন গঠন করেছে। সরকার এ কমিশনের ২ নম্বর ক্রমিকে বর্ণিত সদস্য সাবেক মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদের স্থলে সাবেক মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিমকে এ কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করলো।

আরএমএম/ইএ/জেআইএম

Advertisement