ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

Advertisement

এসময় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। সমাবেশে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনকে অপসারণের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধেরও দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি দ্বিমুখী বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে স্পষ্ট যে তিনি শেখ হাসিনাকে বৈধতা দিতে চান। আমরা গণ-আন্দোলনের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। রাষ্ট্রপতির এ বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

মুনজুরুল ইসলাম/জেডএইচ/এএসএম

Advertisement