আন্তর্জাতিক

কাতারের মরুভূমিতে খোদাই করা রহস্যময় শত শত চিহ্ন

কিছু পাথর দেখলে মনে হয় সরীসৃপের মতো সূর্য স্নান করছে। কিছু দেখলে মনে হয় প্রাচীন বোর্ড গেমের মতো। আবার অনেক আছে সোজা ও আঁকাবাঁকা।

Advertisement

কাতারের উত্তর পূর্বাঞ্চলের উপকূল আল জাসাসিয়া। এটি উপসাগরীয় দেশটির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রক আর্ট সাইট।

যেখানে মানুষেরা কয়েক শতাব্দী আগে একটি ক্যানভাস হিসেবে নিম্ন-স্তরের চুনাপাথরের আউটক্রপগুলো ব্যবহার করতো। এসব পাথরের ওপর তারা পরিবেশে লক্ষ্য করা প্রতীক, মোটিফ ও বস্তুগুলো খোদাই করতো।

প্রত্নতাত্ত্বিকরা সেখানে এ ধরনের অন্তত নয়শ পথরের সন্ধান পেয়েছেন। এগুলোর বেশিরভাগই রহস্যময় কাপ চিহ্ন, সারি ও রোসেটসহ বিভিন্ন প্যাটার্নে সাজানো। তবে পালতোলা জাহাজের নজরকাড়া উপস্থাপনা। তাছাড়া উপরে থেকে দেখা যায় এমন অন্য চিহ্নগুলোর মধ্যে রৈখিক প্রোফাইলও লক্ষ্য করা যায়।

Advertisement

কাতার মিউজিয়ামের খনন ও সাইট ম্যানেজমেন্টের প্রধান ফেরহান সাকাল বলেন, যদিও রক আর্ট আরব উপদ্বীপে সাধারণ বিষয়, তবে আল জাসাসিয়ার কিছু খোদাই অনন্য ও অন্য কোথাও পাওয়া যাবে না ।

তিনি বলেন, এই খোদাইগুলো শিল্পীদের সৃজনশীলতা ও পর্যবেক্ষণ দক্ষতার বিষয়কে প্রমাণ করে।

কাতারে প্রায় ১২টি উল্লেখযোগ্য পেট্রোগ্লিফ সাইট রয়েছে। বেশিরভাগই দেশটির উপকূল বরাবর অবস্থিত। যদিও কিছু খোদাই দোহার আল বিদ্দা পারের কেন্দ্রস্থলে দেখা যায়।

সূত্র: সিএনএন

Advertisement

এমএসএম