দেশজুড়ে

খুলনায় কলেজছাত্র হত্যায় ২১ জনের যাবজ্জীবন

খুলনায় হাজী মুহাম্মদ মহসিন কলেজের বহুল আলোচিত কলেজছাত্র হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৫ জন বেকসুর খালাস পেয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২২ অক্টোবর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক আ. ছালাম এ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি আইনজীবী (এপিপি) রোমানা তানহা।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সৈকত, মো. মেহেদী হাসান রাব্বি, স্বেচ্ছাসেবক লীগ নেতা রওশন আনিজি অন্তু, মো. সাজ্জাত হোসেন, ইমদাদুল ইসলাম হৃদয়, মো. আরিফ ওরফে চোরা আরিফ, মো. মুন্না, রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু, মো. সাইফুল, মো. মোস্তাক আহমেদ, মিঠাই হৃদয়, মো. ফাহিম ওরফে কালা ফাহিম, রুবেল, মো. মিজানুর রহমান, সবুজ, মো. ফয়েজুর রহমান আরাফাত, আশিকুর রহমান মোল্লা, রাব্বি ওরফে নাটা রাব্বি, ইয়াসির রাব্বি ওরফে জুয়েল ওরফে নাটা জুয়েল, মো. সাকিব শেখ ও নাঈমুর রহমান ফাহিম।

এছাড়া খালাসপ্রাপ্তরা হলেন, মো. তুষার, রায়হান, রুনু হওলাদার, নাইম বাবু ওরফে পয়েন্ট বাবু, সালমান।

Advertisement

২০২০ সালের ১৯ আগস্ট হাজী মুহাম্মাদ মুহাসীন কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র হাসিবুর রহমান সন্ত্রাসীদের ধারলো অস্ত্রের আঘাতে খুন হন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর ২৭ আসামির নাম উল্লেখ করে অভিযোগপত্র দেন। তাদের মধ্যে এক শিশু ছিলো। সে আগেই আদালত থেকে বেকসুর খালাস পায়।

নিহত হাসিবুর রহমান হাসিবের বাবা হাবিবুর রহমান বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নয়। ভেবেছিলাম কয়েকজনের ফাঁসি হবে। আমরা হাইকোর্টে আবেদন করবো।

সরকারি কোঁসুলি রোমানা তানহা বলেন, চাঞ্চল্যকর হাসিবুর রহমান হত্যা মামলায় দীর্ঘ বিচার কাজ শেষে আদালত রায় দিয়েছেন। রায়ে পাঁচ আসামি খালাস পেয়েছেন। বাকীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আলমগীর হান্নান/এএইচ/এএসএম

Advertisement