রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের প্রতিনিধিদল।

Advertisement

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন প্রবাসী সরকার গঠন নিয়ে যা বলছে আওয়ামী লীগ ও ভারত ২০ বছর পর চাকরি ফেরত পাবেন তারা, বললেন আশরাফুল খোকন

দুপক্ষের মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে দলটি। এসময় তারা বংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে জাতিসংঘ প্রতিনিধিদল জানতে চান। জামায়াত আমির সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

Advertisement

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন।

এএএম/কেএসআর/এএসএম