হলুদের গুঁড়ার মধ্যে চক পাউডার পাওয়া গেছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ উপকরণটি মেলে মেহেরপুরের একটি মুদি দোকানে।
Advertisement
এ ঘটনায় গাংনীতে সাঈদ স্টোর নামে একটি দোকানে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ পরীক্ষাগারে হলুদে চক পাউডার পাওয়া যায়।
মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ উদ্দীন জানান, নিরাপদ খাদ্য পরীক্ষার অংশ হিসেবে গাংনী বাজার থেকে মাছ, তেল, হলুদসহ খাদ্য পণ্যের নমুনা সংগ্রহ করা হয়। যা পরীক্ষা করে হলুদের মধ্যে চক পাউডারের গুঁড়া এবং ফুটপাতের ফাস্ট ফুডের তেলের মধ্যে মেলে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রার পোড়া তেল। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তেল ও ২৫ কেজি হলুদ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
Advertisement
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামসহ পুলিশের একটি টিম সহযোগিতা করে।
আসিফ ইকবাল/জেডএইচ/এমএস