নির্বাচনী ব্যবস্থার সংস্কারে মতামত চেয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
Advertisement
মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী।
আরও পড়ুন যাত্রাবাড়ীতে শহীদদের নামে স্মৃতিফলক উন্মোচন রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতিপ্রেস বিজ্ঞপ্তিতে ড. বদিউল আলম মজুমদার জানান, নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে সবার অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেইজে ১৫ নভেম্বরের মধ্যে পাঠাতে বিশেষভাবে অনুরোধ করা হলো।
Advertisement
ই-মেইল: feedback@erc.ecs.gov.bd, ওয়েবসাইট: https://erc.ecs.gov.bd, ফেসবুক পেইজ: www.facebook.com/ercbd2024
এমওএস/কেএসআর/এএসএম