ভারতের বিপক্ষে প্রথম টেস্ট মিস করেছেন। প্রত্যাশা ছিল, দ্বিতীয় টেস্টে কেন উইলিয়ামসনকে দলে পাবে নিউজিল্যান্ড। কিন্তু সেটাও হলো না। ইনজুুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় পুনে টেস্টেও খেলতে পারবেন না ডানহাতি কিউই ব্যাটার। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন, নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড।
Advertisement
উইলিয়ামসনকে পাওয়ার অপেক্ষা শেষ টেস্টে ঘুচাবে নিউজিল্যান্ডের ক্রিকেটভক্তরা, এমন তথ্যও দিয়েছেন স্টিড।
নিউজিল্যান্ড কোচ বলেন, ‘আমরা কেনকে (উইলিয়ামসন) পর্যবেক্ষণ করছি এবং সে সঠিক ট্র্যাকে আছে। কিন্তু এখনও ১০০% ফিট নয়। আমরা আগামী দিনে তার আরও বেশি উন্নতি আশা করছি। তাকে তৃতীয় টেস্টের দলে পেতে আশাবাদী। নিজেকে প্রস্তুত করার জন্য যতটা সম্ভব সময় দেবো। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবো।’
শ্রীলঙ্কা সিরিজে কুঁচকির চোটে পড়েছিলেন উইলিয়ামসন। এরপর দলের সঙ্গে ভারতে আসেননি অভিজ্ঞ কিউই ব্যাটার। দেশে গিয়ে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া। ভারতের বিপক্ষে শেষ টেস্টের আগ পর্যন্ত দেশেই থাকবেন উইলিয়ামসন।
Advertisement
এর আগে বেঙ্গালুুরু টেস্টে ভারতকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড। এই ম্যাচে উইলিয়ামসনের বদলি হিসেবে খেলেন উইল ইয়ং। তিন নম্বর পজিশনে দুই ইনিংসে যথাক্রমে ৩৩ ও ৪৮ রান করেন তিনি।
এমএইচ/জিকেএস