জাতীয়

বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়াকে ওএসডি

বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Advertisement

এই অতিরিক্ত সচিবকে ওএসডি করে সোমবার (২১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই আদেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনাকে শিল্প মন্ত্রণালয়ের বদলির আদেশ বাতিল করা হয়েছে। গত ১৪ অক্টোবর তাকে বদলি করে আদেশ জারি করা হয়েছিল।

আরও পড়ুন

Advertisement

৩ রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

অপর আদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা অতিরিক্ত সচিব মো. জহির রায়হানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

আরএমএম/ইএ/এমএস

Advertisement