দেশজুড়ে

সিরাজগঞ্জে আ’লীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতা ও ছাত্রদলকর্মী সুমন হত্যা মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

তারা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, বহুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক উপ-সম্পাদক নাজমুল হোসেন।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে ছাত্র জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলকর্মী সুমন ও আব্দুল লতিফ। এ ঘটনায় গত ২২ আগস্ট নিহত রঞ্জুর স্ত্রী মৌসুমি খাতুন, সুমনের বাবা গঞ্জের আলী ও আব্দুল লতিফের বোন সালেহা খাতুন বাদী হয়ে ৪৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪৫০ জনকে আসামি করে পৃথক তিনটি হত্যা মামলা করেন।

এ তিন হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদারকে আসামি করা হয়। এসব মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবু কারাগারে থাকলেও বাকিরা রয়েছেন আত্মগোপনে।

এম এ মালেক/আরএইচ/এমএস

Advertisement