জাতীয়

টিএসসির ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের টিএসসি মোড় এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২১ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে টিএসসি মোড়ের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, মৃত ব্যক্তি কিছুটা ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে।

Advertisement

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই হারুন অর রশিদ।

কাজী আল আমিন/এমকেআর/এমএস