জাগো জবস

সাধারণ জ্ঞান : ইউরোপ মহাদেশ- শেষ পর্ব

ইউরোপ মহাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। এটি জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয়। আর আয়তনের দিক দিয়ে তৃতীয়। এমন অনেক তথ্যই আমাদের অজানা। চাকরির পরীক্ষায় যা অতীব গুরুত্বপূর্ণ। তাই আজ ইউরোপ মহাদেশ নিয়ে জাগো জবসের শেষ পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ কোনটি?উত্তর : রাশিয়া।২. প্রশ্ন : ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন?উত্তর : আর্দ্র।৩. প্রশ্ন : ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পর্বত অবস্থিত?উত্তর : পিরেনীজ পর্বত।৪. প্রশ্ন : ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায়?উত্তর : ভলদাই পর্বত।৫. প্রশ্ন : ভলদাই পর্বত কোন দেশে?উত্তর : রাশিয়া।৬. প্রশ্ন : ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গ পথ কোনটি?উত্তর : ইউরো টানেল।৭. প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি?উত্তর : মধ্য ইউরোপের সমভূমি।৮. প্রশ্ন : ইউরোপের উচ্চতম পর্বতশ্রেণি কোনটি?উত্তর : আল্পস।৯. প্রশ্ন : ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি?উত্তর : আল্পস পর্বতমালা।১০. প্রশ্ন : ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?উত্তর : মাউন্ট ব্ল্যাঙ্ক।১১. প্রশ্ন : মাউন্ট ব্ল্যাঙ্ক এর উচ্চতা কত?উত্তর : ৪৮০৭ মিটার।১২. প্রশ্ন : ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি?উত্তর : এলবুর্জ।১৩. প্রশ্ন : এলবুর্জ এর উচ্চতা কত?উত্তর : ৫৬৪১.৮মিটার।১৪. প্রশ্ন : ইউরোপের দ্বার বলা হয় কাকে?উত্তর : ভিয়েনা।১৫. প্রশ্ন : ইউরোপের ককপিট বলা হয় কাকে?উত্তর : বেলজিয়াম।১৬. প্রশ্ন : ইউরোপের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল কোনটি?উত্তর : ভিয়েনা।১৭. প্রশ্ন : বসনিয়া হার্জেগোভিনা কোন অঞ্চলের অর্ন্তগত?উত্তর : বলকান।১৮. প্রশ্ন : ইউরোপের বৃহত্তম উপসাগর কোনটি?উত্তর : স্ক্যান্ডিনেভিয়া।১৯. প্রশ্ন : ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?উত্তর : ভূমধ্যসাগর।২০. প্রশ্ন : যুক্তরাজ্যের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?উত্তর : বেননেভিস। এসইউ/এমএস

Advertisement