দেশজুড়ে

১০ম গ্রেডের পদমর্যাদাসহ ডিপ্লোমাধারীদের ছয় দাবি

মাদারীপুরে ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা দেওয়াসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন টেকনোলজি ও ফার্মাসি শিক্ষার্থীরা।

Advertisement

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় মাদারীপুর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা প্রদান, অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত করা নিয়োগ প্রক্রিয়া চালু, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টিপূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হাতে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করাসহ ছয় দাবি তুলে ধরেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী আমির হামজা, পূর্ণ রায়, ফাহিম আলম প্রমুখ।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম

Advertisement