গাজীপুরে বিএনপির দুই নেতাকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (২০ অক্টোবর) রাতে সদরের গাছা থানা এলাকার বাসা থেকে তাদের আটক করা হয়।
Advertisement
আটকরা হলেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান ও থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ। তাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকি-ধমকিসহ নানা অভিযোগ রয়েছে।
এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর নির্বাচন করায় দল থেকে ফারুক খানকে বহিষ্কার করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Advertisement
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস