আইন-আদালত

আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস, শুনানি ১৯ নভেম্বর

গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারীদের প্রায় ২৫ কোটি টাকা লভ্যাংশ গরমিলের অভিযোগে করা মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে (লিভ টু আপিল) আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Advertisement

একই সঙ্গে লিভ টু আপিল শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এফএইচ/এসএনআর/জিকেএস

Advertisement