খেলা চলছে মাত্র ৬ ওভারের। এরই মধ্যে নেই ৩ উইকেট। বাংলাদেশের স্কোরবোর্ডে রান মাত্র ২১। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে শুরুতেই সাজঘরে ফেরত গেছেন তিন টপঅর্ডার সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। এতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
Advertisement
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ২১ রান। মাহমুদুল হাসান জয় ৫ আর মুশফিকুর রহিম অপরাজিত আছেন ০ রানে।
আজ সোমবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং ব্যর্থতার আভাস দেয় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। ৪ বল খেলে ০ রানে সাজঘরে ফেরত গেছেন এই ব্যাটার।
প্রোটিয়া পেসার উইয়ান মুলদারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন বাঁহাতি সাদমান। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
Advertisement
এক ওভার বিরতি দিয়ে আউট হয়ে গেছেন মুমিনুল হকও । ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন বাহাতি ব্যাটার। মুলদারের বলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে ক্যাচ হন তিনি।
ষষ্ঠ ওভারে আউট হন নাজমুল হোসেন শান্ত (৭ বলে ৭)। মুলদারের বলে শর্ট মিড অফে কেশব মহারাজের তালুবন্দি হন বাংলাদেশ অধিনায়ক। অর্থাৎ প্রথম ৩টি উইকেটই নেন মুলদার। ২১ রানে তৃতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের।
এমএইচ/জেআইএম
Advertisement