দেশজুড়ে

সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, পরে ভেসে এলো মরদেহ

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হয়ে এক তরুণের (২০) মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২০ অক্টোবর) বিকেলে সুগন্ধা পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে নিখোঁজ হন মুহাম্মদ সায়মন নামের ওই তরুণ। পরে মরদেহ ভেসে আসে কলাতলী পয়েন্টে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের (কক্সবাজার রিজিয়ন) সহকারী পুলিশ সুপার আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সায়মন উখিয়া উপজেলার পালংখালীর নলবনিয়া এলাকার শাহ আলমের ছেলে।

Advertisement

লাইফ গার্ড ও প্রত্যক্ষদর্শীদের বরাতে কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, বিকেলে এলাকার তিন বন্ধু মিলে সৈকতে বেড়াতে আসেন সায়মন। তারা সুগন্ধা বিচ এলাকার একপাশে গোসলে নামেন। তারা একটি বড় টায়ার টিউবে ঢেউ পাড়ি দিচ্ছিলেন। পানির সঙ্গে খেলতে গিয়ে সায়মন হঠাৎ টিউব ছেড়ে দেন। অন্য দুই বন্ধু ভেবেছিলেন সায়মন তীরে উঠে গেছেন।

বেশ কিছুক্ষণ গোসল সেরে তীরে এসে তারা সায়মনের জন্য অপেক্ষা করেন। পরে না পেয়ে লাইফ গার্ড কর্মীদের বিষয়টি জানান। এরপরই পুরো সুগন্ধা পয়েন্টে নানাভাবে তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যার আগে কলাতলী পয়েন্টে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুহাম্মদ আশিকুর রহমান বলেন, সন্ধ্যার পর এক তরুণকে সৈকত এলাকার পানি থেকে উদ্ধার করে আনা হয়। হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

Advertisement