অর্থনীতি

রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্যারিসে সিয়াল ফুড ফেয়ারে ‘প্রাণ’

উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে রপ্তানি বাজার বাড়াতে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা সিয়াল ফুড ফেয়ারে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’। ফ্র্যান্সের প্যারিসে নর্ড ভিলপান্তে প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলায় প্রাণ বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রদর্শন করছে।

Advertisement

শনিবার (১৯ অক্টোবর) থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলায় বিশ্বের ১৩০টি দেশের সাড়ে সাত হাজার প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে।

মেলায় প্রাণ গ্রুপ জুস অ্যান্ড ড্রিংকস, কনফেকশনারি, স্ন্যাকস, বিস্কুট অ্যান্ড বেকারি, কুলিনারি, মসলা ও ফ্রোজেন ক্যাটাগরির পণ্য দিয়ে স্টল সাজিয়েছে। এবারের মেলায় ২০টির মতো নতুন পণ্য প্রদর্শন করছে প্রাণ। পণ্যগুলোর মধ্যে রয়েছে নতুন ধরনের নুডলস, বিস্কুট, চকোলেট, কুকিজ ও জুস।

আরও পড়ুন শ্রমিক অসন্তোষ দূর হলে আরও মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবো আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো এএমসিএল প্রাণ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল প্রাণসহ ১৬ প্রতিষ্ঠান

প্রদর্শনীর বিষয়ে প্রাণ এক্সপোর্ট লিমিটেডের নির্বাহী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘সিয়াল ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। এ মেলায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো নতুন নতুন ক্রেতা খোঁজার মাধ্যমে প্রাণ গ্রুপের রপ্তানি আয় বৃদ্ধি করা। এ মেলার মাধ্যমে আমরা এবার উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে রপ্তানি বাড়াতে বিশেষ নজর দিতে চাই।’

Advertisement

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “এ প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য রপ্তানি বাজার সম্প্রসারণ করা। প্রাণ গ্রুপ এখন ১৪৫টি দেশে রপ্তানি করছে। তবে আমরা প্রাণপণ্য পৃথিবীর প্রতিটি দেশে ছড়িয়ে দিতে চাই। এক্ষেত্রে ‘সিয়াল ফেয়ার’ বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ইউরোপ ও আমেরিকার বিখ্যাত চেইনশপগুলোতে প্রাণের পণ্য সংখ্যা বাড়ানো আমাদের এ মেলায় অংশগ্রহণের অন্যতম কারণ।’’

ইএ/জিকেএস