টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মঙ্গলহোর দশকিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।নির্বাচনী কেন্দ্রের দায়িত্বে থাকা টাঙ্গাইল মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. মোখলেছুর রহমান জানান, শনিবার দুপুর সোয়া ৩টার দিকে দেলদুয়ার উপজেলার মঙ্গলহোর দশকিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ পরিচয় দিয়ে ভোটারদের নৌকায় ভোট দেয়ার জন্য বল প্রয়োগ করে। পরে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী বাধা দিলে ঢাকার নেত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি নিয়ে দায়িত্বরত আনসারদের উপর আক্রমণ শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে।এ ব্যাপারে দায়িত্বরত প্রিসাইটিং অফিসার ডা. মজনু মিয়া বলেন, কিছু সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এতে ভোটারদের কোনো সমস্যা হয়নি।আরিফ উর রহমান টগর/এসএস/এবিএস
Advertisement